মাগুরার শ্রীপুর উপজেলার চরজোকা এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা এলাকায় একটি পুকুরে এ ঘটনা ঘটে। এতে ঐ পুকুরে থাকা ছোট-বড় প্রায় ১৫ থেকে ২০ মন মাছ মারা গেছে।
এ ঘটনায় শ্রীপুর থানায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেনি পুকুর মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গয়েশপুর ইউনিয়নে একটি পুকুরে মাছ চাষ করে আসছেন চরজোকা এলাকার রূবেল মন্ডল । সে শ্রীপুর উপজেলার চরজোকা এলাকার সুফি আব্দুল কাদেরের ছেলে । রূবেল মন্ডল ঐ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। কিন্তু গত মধ্যরাতে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ প্রয়োগ করলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে রূবেল মন্ডল ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে এলাকার গন্যমান্য ও জনপ্রতিনিধিকে অবহিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন