শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিরপুরের চলন্তিকা ঝিলপাড় বস্তিবাসীর পাশে বিএনপি নেতা আমিনুল হক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৯, ৮:১৩ পিএম

মিরপুরের রূপনগর থানায় অবস্থিত চলন্তিকা ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা আমিনুল হক। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক শনিবার (১৭ আগস্ট) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। এসময় পুড়ে যাওয়া বস্তিবাসী অনেকেই আমিনুল হককে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। ক্ষতিগ্রস্ত বস্তিবাসী শফিকুল ইসলাম বলেন, প্রায় ৩০ হাজার ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, সারা জীবনের উপার্জনের সকল আসবাবপত্র পুড়ে শেষ, আমার নিজের ১০টি ঘর পুড়ে গেছে, প্রায় ৫০ জন আহত, ১ জন নিহত হয়েছে, এটা পরিকল্পিত আগুন লাগানো। ফারুক নামে আরেকজন বলেন, তারও ৭ টি ঘর পুড়ে ছাই, পরনের লুঙ্গি ছাড়া তার আর কিছুই নেই বলে বুক চাপড়ে কান্না শুরু করেন। এ অন্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদেরকে সান্ত্বনা দিয়ে আমিনুল হক বলেন, হাজার হাজার মানুষের এই অমানবিক দৃশ্য সহ্য করার মত নয়। সবার আগে তাদের খোলা আকাশের নিচে থেকে উদ্ধার করে আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। খাবারের ব্যবস্হা করতে হবে। সর্বোপরি আগুন লাগার তদন্ত করতে হবে। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানিয়ে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান হাজার হাজার বস্তিবাসীর এই মর্মান্তিক পরিস্থিতিতে গভীর সমবেদনা জানিয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার ও সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। এসময় স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন