শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ডেঙ্গু পরিস্থিতিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উদ্বিগ্ন- অভিভাবক ঐক্য ফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ৭:০০ পিএম

সারা দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন বলে জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ইতোমধ্যে সারাদেশে শতশত ছাত্র-ছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং বেশ ক’জন ছাত্র-ছাত্রীর মৃত্যুতে গভীর শোক দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ঐক্য ফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মোঃ সেলিমউদ্দিন। সোমবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ঝুঁকি মুক্ত নয়। তাই নিরাপত্তার স্বার্থেই অনেক অভিভাবক তার প্রিয় সন্তানকে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আপাততঃ ক্লাসে না পাঠায়ে বাসায় রাখার পরিকল্পনা নিয়েছে। রাজধানীর বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ লাখ শিক্ষার্থীর অভিভাবকরা ক্লাস রুমে মশার উপদ্রবের বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এমন অবস্থায় নেতৃদ্বয় দেশের সব স্কুল-কলেজ-মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার অন্তত এক ঘণ্টা শ্রেণির কার্যক্রম বন্ধ রেখে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন