শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

শিক্ষায় দুর্নীতি রুখে দাঁড়ানোর আহ্বান অভিভাবক ঐক্য ফোরামের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:১২ পিএম | আপডেট : ৬:১২ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২০

মুজিব বর্ষে শিক্ষায় দূর্নীতি রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম। মঙ্গলবার স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর স্বার্থ রক্ষকারী অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন এক যুক্ত বিবৃতিতে মুজিব বর্ষে দেশবাসীর প্রতি শিক্ষায় দুর্নীতি রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং শ্রেণিকক্ষে মানসম্মন পাঠদান নিশ্চিত করার দাবি জানান। নেতৃদ্বয় শিক্ষা ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং উন্নয়নের নামে টেন্ডার বাণিজ্য বন্ধ করে শিক্ষার উন্নয়নে বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্ধের দাবি জানান। মুজিব শত বর্ষ উদ্যাপন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের ছবি অংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ওপর সেমিনার আয়োজন করার কর্মসূচি গ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন