নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁয় সিএসজি গ্যাস দোকান, মিষ্টির দোকান, ইফতারির দোকানগুলোতে অভিজান চালিয়ে ওজনে কম, মেয়াদ উত্তীর্ণ ও পরিস্কার পরিচ্ছন্ন না থাকার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার শহরের মিষ্টিপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান। অভিযান পরিচালনার সময় পার-নওগাঁ ঢাকা রোড উজ্জলের সিএনজি গ্যাসের দোকানকে চল্লিশ হাজার টাকা, মুক্তা মিষ্টান্ন ভা-ারকে বিশ হাজার টাকা, আল-আমিন মিষ্টান্ন ভা-ারকে দশ হাজার টাকা, গ্র্যান্ড সুইট মিষ্টান্ন ভা-ারকে দুই হাজার টাকা এবং দাস মিষ্টান্ন ভা-ারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিভিন্ন অনিয়ম, ওজনে কম, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্যের বিএসটিআই অনুমোদন না থাকা, পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকা, ইফতারির খাদ্যদ্রব্যে রং মেশানো এবং সিএজি গ্যাস যেহেতু বিস্ফোরক বস্তুু সেহেতু রাস্তার পার্শ্বে খোলা জায়গায় বিক্রির দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান ৭৬ হাজার টাকা জরিমানা করেন এবং তা নগদ আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্যপরির্দশক সামছুল হক, সদর থানার এসআই আব্দুল আনাম, চেম্বার বব কমার্সের নির্বাহী সদস্য অমিয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন