বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢাবিতে পালিত হবে জাতীয় কবির মৃত্যুবার্ষিকী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। মঙ্গলবার দিবসটি উপলক্ষে বাদ ফজর বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়া’য় কোরানখানি অনুষ্ঠিত হবে।

এছাড়া, সকাল ৭টায় কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ জমায়েত হবেন। সেখান থেকে ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তারা সকাল সোয়া ৭টায় শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। পরে কবির মাজার প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে ভিসির সভাপতিত্বে এবং বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ভীষ্মদেব চৌধুরী’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডুজার ‘অমর কবির স্মৃতি গাঁথা’ আলোকচিত্র প্রদর্শনী

এদিকে দিবসটি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘অমর কবির স্মৃতি গাঁথা’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন