সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিরিজের ‘উত্তাপ’ চট্টগ্রামেও

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৯, ১২:০৮ এএম


 টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে বেশ ভালো দল আফগানিস্তান। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এ দলটি বাংলাদেশের উপরে হলেও টেস্ট ক্রিকেটে একেবারেই শিক্ষানবিশ। গত বছরই কেবল আফগানরা পেয়েছে টেস্ট স্ট্যাটাস। এ দলটি আগামী ১-২ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে এক প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ৫-৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট খেলবে টাইগারদের বিপক্ষে আফগানরা। বাংলাদেশ সফরে চট্টগ্রামে একমাত্র টেস্ট ছাড়াও টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এ ভেন্যুতে। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েও থাকছে। ম্যাচ তিনটি হবে ১৮, ২০ ও ২১ সেপ্টেম্বর। বাংলাদেশে আবহাওয়া এখন গরম থাকার কারণে আফগান ক্রিকেটাররা তাদের প্রস্তুতি সারতে আবুধাবিতে ট্রেনিং ক্যাম্পে ব্যস্ত সময় কাটাচ্ছে।

এদিকে আফগানিস্তান ও জিম্বাবুয়ে ক্রিকেট খেলা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর কনফারেন্স হলে পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমানের সভাপতিত্বে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন