রাজধানীতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।
ডিএমপি সূত্র জানায়, অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছে থকে ৮ হাজার ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৮১ গ্রাম ১৫০ পুরিয়া হেরোইন, ১৮৭ গ্রাম গাঁজা ও ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন