বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মাদকবিরোধী অভিযান ৭ দিনে গ্রেফতার ২৫৩০

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১২:০০ এএম

সারাদেশে গত ৭ দিনে অভিযান চালিয়ে ১ হাজার ৭১৪টি মামলায় ২ হাজার ৫৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইজিপির নির্দেশে সারাদেশে কঠোর অবস্থান নিয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে জড়িতদের কোনভাবেই ছাড় না দেয়ার মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে পুলিশ সদর দফতর থেকে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, মাদকবিরোধী কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলছে। সেই ধারাবাহিকতায় মাত্র ৭ দিনে ১৭১৪টি মামলায় ২ হাজার ৫৩০ জন মাদক কারবারি ও সেবনকারী গ্রেফতার হয়েছে। চলতি মাসে ১২ থেকে ১৮ জুলাই পর্যন্ত পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক দায়ের করা এসব মামলায় ৩ লাখ ২ হাজার ২৫৯ পিস ইয়াবা, ৫ হাজার ৮৪৯ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪৬২ গ্রাম হেরোইন, ৮২০ কেজি গাঁজা, ২৬৮২ লিটার দেশি মদ এবং ২৯১ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে। মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে বলেও জানান সোহেল রানা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন