বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভিসা পাচ্ছেন আমির

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টেস্টে তাহলে রাজকীয় প্রত্যাবর্তনই হতে যাচ্ছে পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মাদ আমিরের। ছয় বছর আগে যে লর্ডসে নিজের শেষ টেস্ট খেলেছিলেন, সেই লর্ডসেই হবে আমিরের প্রত্যাবর্তনটা। সেই পথে এতদিন বাধা হয়ে ছিল ইউকে সরকার। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে সেদেশের ভিসা পেতে কোন বাধা নেই আমিরের।
লর্ডস টেস্ট পাতানো নো বল কান্ডের সাজা স্বরুপ সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন আমির। একই কান্ডে সাজা পেয়েছিলেন মোহাম্মাদ আসিফ ও সালমান বাট। নিষেধাজ্ঞার পাশাপাশি ইংল্যান্ডে-জেল জরিমানাও খেটেছেন তারা। এরপর পাকিস্তানের ওয়ানডে ও টি-২০ দলে আগেই ফেরেন আমির। এবার আসন্ন ইংল্যান্ড সফরে তাকে দলে রাখা হলেও ইংল্যান্ডের ইমিগ্রেশনের আইন অনুযায়ী সেদেশে আমিরের ভিসা পাওয়া প্রশ্নের মুখে পড়ে। তবে পিসিবি আশান্বিত ছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এ ব্যপারে পূর্ণ সহায়তা করায়। পিসিবি’র এক বিবৃতিতে জানায়, ‘পিসিবি দপ্তারিকভাবে জানাচ্ছে যে ইউকে সরকার আমিরের ভিসার অনুমদন দিয়েছে।’
২০১০ সালে লর্ডস কেলেঙ্কারির সিরিজে ১৮.৩৬ গড়ে ১৯ উইকেট নিয়েছিলেন আমির। আমিরের ফেরার ব্যপারে ইংল্যান্ড অধিনায়ক কুক বলেন, ‘সে যে অপরাধ করেছিল তার জন্যে সে সাজা পেয়েছে। তার বিপক্ষে খেলতে আমার আর কোন সমস্যা নেই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন