বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শাহ আমানতে ৮১৪ কার্টন সিগারেট আটক

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সিগারেটের চালান আটক হয়েছে। গতকাল বুধবার দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন যাত্রীর কাছ থেকে ৮১৪ কার্টন সিগারেট আটক করা হয়েছে। তিন যাত্রী হলেন আবদুল কাদের মোল্লা, মো. ইয়াসিন ও মো. আসাদ। প্রতি কার্টনে ২০০ শলাকা সিগারেট রয়েছে। আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।

কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল জানান, ঘোষণা বহিভর্‚ত ‘ইজি’ ব্রান্ডের সিগারেটের চালান আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা। চোরাচালান, মিথ্যা ঘোষণা, রাজস্ব ফাঁকি ও আমদানি নিষিদ্ধ পণ্য প্রতিরোধে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে চালানগুলো ধরা পড়ছে। এর আগে গত ২৬ আগস্ট একই ফ্লাইটে আসা ৫৪৭ কার্টনে আনা ১ লাখ ৯ হাজার ৪০০ শলাকা সিগারেট ও রিদমি ব্রান্ডের ২০টি মোবাইল সেট পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন