শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করতে চায় উইন্ডিজ!

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ ক্রিকেট দলকে ১ টেস্ট খেলতে আতিথ্য দিতে আগস্টের শেষ এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শ্লট ফাঁকা রেখেছিল বিসিসিআই। কিন্তু শেষ পর্যন্ত আইসিসি’র এফটিপিতে চ‚ড়ান্ত থাকা এই সফরটি পিছিয়ে দিয়েছে বিসিসিআই। আগামী বছরের ফেব্রæয়ারীতে বাংলাদেশ দল পাবে হায়দারাবাদে আতিথ্য, সম্প্রতি বিসিসিআই ২০১৬-১৭ ক্রিকেট মৌসুমের সূচিনির্ধারণী সভায় সেটাই দিয়েছে জানিয়ে। এই সময়ে বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক শ্লট ফাঁকা থাকায় বিসিসিআই’র এই প্রস্তাবে সম্মতি আছে বিসিবিরও। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ‘ওখানে আগস্টে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ে ওরা পারছে না। ওদের ওখানে সিরিজ আছে, রঞ্জি ট্রফি ডে-নাইট করবে, এমন কথাবার্ত চলছে। ওরা আমাদের প্রস্তাব দিয়েছিল জানুয়ারিতে খেলার জন্য। তখন আমাদের ট্যুর আছে নিউজিল্যান্ডে। ফেব্রæয়ারিতে প্রথম দিকে একটা শ্লট দু’পক্ষেরই হয়তো পাওয়া গেছে। যদিও নির্দ্দিস্ট করে তারিখ আমরা এখন পর্যন্ত পাইনি।’
আগস্ট-সেপ্টেম্বরে ভারত সফর বাতিল হওয়ায় অক্টোবরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ নেই বাংলাদেশ দলের। তা ভাবাচ্ছে বিসিবিকে। সে কারনেই ইংল্যান্ড সফরের আগে একটা সিরিজ আয়োজনে তোড় জোড় শুরু করে দিয়েছে বিসিবি। আগামী সেপ্টেম্বরে ফাঁকা শ্লট খুঁজে বের করে ওই সময়ে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানোর প্রস্তাব নাকি ইতোমধ্যে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাপনÑ‘অক্টোবরে আমাদের ইংল্যান্ড সিরিজ, নভেম্বরে বিপিএল। তারপর নিউজিল্যান্ড ট্যুর। সামনে যে সময়টা আছে খুব বেশি কিন্তু নয়। প্রিমিয়ার ডিভিশনের সুপার লিগ শেষ হওয়ার পর অল্প সময়ই হাতে পাব আমরা। ওই সময়ে ওয়েস্ট ইন্ডিজ দলকে আনা যায় কি না, এ নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। ওরা আগ্রহ প্রকাশ করেছে। তবে তারিখ এখনো ঠিক হয়নি।’
জুলাইয়ে হোমে দ. আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগস্টজুড়ে হোমে ব্যস্ত থাকবে তারা ভারতের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজের জন্য। আগস্টের প্রথম সপ্তাহ এবং সেপ্টেম্বরে একটা শ্লট অবশ্য আছে তাদের। কিন্তু সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লীগ টি-২০, যে আসরে আইপিএলের ৪টি দলের বেশ ক’জন ক্রিকেটার ক্যারিবিয়ান, ক্যারিবিয়ান থেকে এই আসরে প্রতিনিধিত্ব করবে তাদের দলও। তাহলে সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফর করবে কি করে? এটাই প্রশ্ন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন