অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের জোড়া ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৬৪ রান করেছে সফরকারী ভারত। কোহলি ৭৬ ও আগারওয়াল ৫৫ রান করেন। ৪৬ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। কিংস্টনে টস হেরে ব্যাটে নামা ভারত ৪৬ রানে হারায় ২ উইকেট। এরপর আগারওয়ালকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন কোহলি। ৭টি চারে ১২৭ বলে ৫৫ রান করেন আগারওয়াল। রাহানের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে আউট হন কোহলি। দলীয় ২০২ রানে কোহলি ফিরে যাবার পর দিনের শেষ সেশনে দলের হাল ধরেন হনুমা বিহারি। উইকেটরক্ষক ঋসভ পান্থকে নিয়ে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন তিনি। বিহারি ৮টি চারে ৮০ বলে ৪২ ও ২টি চার-১টি ছক্কায় ৬৪ বলে ২৭ রানে অপরাজিত আছেন পান্থ। ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার ৩৯ রানে ৩ উইকেট নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন