বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোচের পাশাপাশি পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্বে মিসবাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ২:১৪ পিএম

পাকিস্তান জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দলটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। একইসঙ্গে তাকে প্রধান নির্বাচকেরও দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, ডনের খবরে বলা হয়েছে, বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। তবে ব্যাটিং কোচের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাঁচ সদস্যের নির্বাচক প্যানেল সর্বসম্মতিক্রমে মিসবাহকে বেছে নিয়েছেন।

মিসবাহ ও ওয়াকার এর আগেও একসঙ্গে কাজ করেছেন। ২০১৪ সালের মে থেকে ২০১৬ সালের ও এপ্রিল পর্যন্ত সময়ে মিসবাহ ছিলেন পাকিস্তানের অধিনায়ক আর ওয়াকার ছিলেন প্রধান কোচ। এবার প্রধান কোচের ভূমিকায় মিসবাহ আর হেড কোচ থেকে বোলিং কোচের ভূমিকায় ওয়াকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন