স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হগয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী মমতাজ বেগম এমপি। বিপিএলের স্বত্বাধিকারী সাইফ গেøাবাল স্পোর্টস এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে মনোনীত করে। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ ঘোষণা দেয় সাইফ গেøাবাল স্পোর্টস লিমিটেড।
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিংহভাগ খেলা রাজধানীর বাইরে অনুষ্ঠিত হবে। তাই বাড়তি মাত্রা যোগ করতে মমতাজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে বলে জানান সাইফ গেøাবাল স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। কাল বিপিএলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মমতাজ বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রাণের খেলা ফুটবল। এই খেলার সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত ও আনন্দিত। আমি বিপিএলকে জনপ্রিয় করতে সবরকম চেষ্টা করবো।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন