ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিন শিকদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে তিনি মারা যান।
রবিন শিকদার উপজেলা পৌর সদরের ছিলাধরচর গ্রামের সৌদি আরব প্রবাসী আসাদ শিকদারের ছেলে। রবিন এ বছর কেএম কলেজ থেকে এইচএসসি পাস করেন। নিহতের পরিবার জানায়, রবিন এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। প্রথমে তাকে ভাঙ্গা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকালে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে এবং সেখান থেকে বৃহস্পতিবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আইসিইউতে লাইফ সাপর্টে রাখা হয়। পরে শুক্রবার দুপুরে মারা যান রবিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন