শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মনোনয়ন পেয়েই বিএনপিতে যোগ দিলেন রিটা রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২৫ পিএম

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের মনোনয়ন লাভ করেছেন রিটা রহমান। ২০ দলীয় জোটের অন্যতম সঙ্গী বাংলাদেশ পিপলস পার্টির প্রতিনিধি হিসেবে তিনি ওই আসনে মনোনয়ন পান। মনোনয় পাওয়ার পর পরই তিনি নিজ দল বিলুপ্ত করে বিএনপির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (০৮ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ পিপলস পার্টির এ সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রিটা রহমানের নেতৃত্বে পিপলস পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে বিএনপি প্রত্যাশা করে।

আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনে উপ-নির্বাচন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবরণের ফলে ওই আসনটি শূণ্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Solaiman Shah Mohammad Siddiquee ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৪৭ পিএম says : 0
Best wishes, dear. Stay blessed. Congratulations, Rita.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন