চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের আইটি ভবনের ভার্চুয়্যাল কক্ষে দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার এ কার্যক্রম উদ্বোধন করেন। ৩০ সেপ্টেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে এবং আবেদন ফি পহেলা অক্টোবর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত জমা দেয়া যাবে। এবার মোট ৪,৯২৬ আসনের জন্য সারা দেশ থেকে শিক্ষার্থীরা আবেদন করবেন। প্রফেসর ড. শিরীণ আখতার ভর্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় বর্তমানে দেশের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। প্রতিবছর এ বিশ^বিদ্যালয়ে ভর্তির আশায় সারা দেশ থেকে লক্ষাধিক শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যান্য বছরের ন্যায় এ বছরও ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে বিশ^বিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। বিশ^বিদ্যালয়ের নিজস্ব অটোমেশন ব্যবহার করে ৪টি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, এবার প্রতি ইউনিট/উপ-ইউনিটে আবেদন বাবদ ৪৭৫ টাকা ও আবেদন প্রক্রিয়া বাবদ ৭৫ টাকাসহ সর্বমোট ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী বিশ^বিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (http://admission.cu.ac.bd) পাওয়া যাবে। নির্ধারিত ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২৭ অক্টোবর ই ইউনিট, ২৮ অক্টোবর উ ইউনিট, ২৯ অক্টোবর অ ইউনিট, ৩০ অক্টোবর ঈ ইউনিট, ৩১ অক্টোবর ই১ উপ-ইউনিট এবং উ১ উপ-ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন