মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এসএমএস’র উত্তর না দেওয়ায় স্বামীকে তালাক!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪১ এএম

বিভিন্ন কারণে বিশ্বজুড়ে দিন দিন বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়েই চলেছে। পারিবারিক ও সামাজিক বিভিন্ন দ্বন্দ্ব ও সমস্যার কারণে একে অপরের সঙ্গে বিচ্ছেদ করে থাকে। ব্যক্তিজীবনে অশান্তির মতো নানা কারণেই মূলত ভেঙে যাচ্ছে বৈবাহিক জীবনের সম্পর্ক।

কিন্তু কিছু কিছু বিবাহ বিচ্ছেদ অবাক করে দেয় সবাইকে। আর তা হয় মূলত উদ্ভট কোনও কারণের জের ধরে।

এমনই একটি উদ্ভট কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে এক দম্পতির। ঘটনাটি ঘটেছে তাইওয়ানে।
জানা গেছে, তাইওয়ানের এক নারী তার স্বামীকে অনেকবার মোবাইলে মেসেজ দেন। কিন্তু স্বামী মেসেজগুলো দেখেও কোনও উত্তর দেননি।

স্বামীর মন গলাতে এক পর্যায়ে নিজে হাসপাতালে আছেন বলেও মেসেজ দেন তিনি। ওই মেসেজে স্ত্রী লেখেন, হাব্বি, আমি গাড়ি এক্সিডেন্ট করেছি, আমি এখন আইসিইউতে। আমি এখন হাসপাতালের বিছানায়।

স্বামী সেই মেসেজেরও কোন উত্তর দেননি। এদিকে মেসেজগুলোর সিন অপশন দেখাচ্ছিল ঠিকই। ব্যস! স্বামীর এত অবহেলা মানতে পারেননি ওই নারী। আর এই কারণে করেন বিবাহ বিচ্ছেদের আবেদন।

আর ওই আবেদনে সাড়া দেন দেশটির সিঞ্চু ডিসট্রিক্ট আদালতের বিচারক। ওই নারীর আবেদনকে যথাযথ মনে করে বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দেন আদালত।

সূত্র: বিবিসি, লিবার্টি টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন