শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গ্রামীনফোনের থ্রিজি নেটওয়ার্কের নতুন বিজ্ঞাপনচিত্রে তাহসান ও মীম

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ২:১২ এএম, ১৩ জুন, ২০১৬

বিনোদন ডেস্ক : গ্রামীণফোন শক্তিশালী থ্রিজি নেটওয়ার্ক নিয়ে সম্প্রতি তৈরি করেছে তিনটি নতুন বিজ্ঞাপনচিত্র। বিজ্ঞাপনচিত্রগুলোতে দেখানো হয়েছে পছন্দের মানুষ যতো দূরেই যাক সম্পর্কের দূরত্ব বাড়বে না কখনই। প্রামীণফোন শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে রেখেছে। বিজ্ঞাপনচিত্রে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান এবং প্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও মডেল তারকা বিদ্যা সিনহা সাহা মীম। বিজ্ঞাপন চিত্রটিতে একজন সফল সঙ্গীতশিল্পী হিসেবে তাহসান বিয়ে করেন পেশাদার আলোকচিত্রী মীমকে। কাজের তাগিদে মীমকে একাই বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছুটে যেতে হয়। কিন্তু গ্রামীণফোনের শক্তিশালী থ্রিজি নেটওয়ার্কের বদৌলতে তাহসান আর মীমের যোগাযোগে দূরত্ব কোন বাধা হতে পারেনি। উল্লেখ্য, সারাদেশে থ্রিজি নেটওয়ার্ক ছড়িয়ে দিতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছিল গ্রামীণফোন। সেগুলো বাস্তবায়নের পথে দ্রæত এগিয়ে চলছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটরটি। দূরত্ব যতই হোক না কেনো, গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক স¤প্রসারণের কারণে পছন্দের মানুষগুলোকে মনের অনুভূতি বোঝানো এখন হাতের মুঠোয়। শীঘ্রই টিভি চ্যানেলগুলোতে গ্রামীণফোনের তিনটি বিজ্ঞাপণচিত্র দেখতে পাবেন দর্শক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন