শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কাউন্দিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে ছুরিকাঘাত

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৩৫ পিএম

ঢাকার সাভারের কাউন্দিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে দূবৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।
মঙ্গলবার দুপুরে কাউন্দিয়ার নদী পারাপারের নৌ ঘাটে এই ঘটনা ঘটে।
নাহিদ হাসান মিলু কাউন্দিয়ার মো. মিজান হোসেনর ছেলে। সে রাজধানীর মিরপুরে বেসরকারি প্রাইম ইউনির্ভাসিটির ছাত্র।
নাহিদের চাচা শফিক হোসেন জানান, দুপুর আনুমানিক ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ে থেকে মিরপুর এক নম্বর হয়ে নৌকায় করে সাভারের কাউন্দিয়া আসে নাহিদ। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা নৌকা থেকে নামার মুহুর্তেই তার উপর হামলা করে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। তার হাতে ও বুকে ছুরিকাঘাত করা হয়েছে।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এমন হামলার বিষয়ে তিনি আরও জানান, নাহিদ তাদের চিনতে পেরেছে। তবে প্রাথমিকভাবে ধারনা করছি, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হতে পারে।
কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্তর কাছে এ প্রসঙ্গে জানতে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণকৃষ্ণ অধিকারী বলেন, কারা এঘটনা ঘটিয়েছে তা খুজে বের করা হচ্ছে। বিষয়টি নিয়ে মিরপুরের সংসদ সদস্যও আমাকে ফোন করেছিলেন। তবে এঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন