শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বয়সভিত্তিক সাঁতারে একদিনে ১১ জাতীয় রেকর্ড!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫৩ পিএম

সাইফ পাওয়ারটেক জাতীয় বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় মঙ্গলবার চার রেকর্ডের মধ্যে বিকেএসপির মোবারক হোসেন একাই দু’টি করেছিলেন। বুধবার নতুন ১১ রেকর্ডের মধ্যে আরো একটি তার দখলে এসেছে। ১১-১২ বছর বিভাগে ২০০ মিটার ফ্রিস্টাইলে দু’মিনিট ২০.৬ সেকেন্ডে তিনি নতুন এই রেকর্ড গড়েন। এছাড়া বালিকাদের এই ইভেন্টে আনসারের এনি খাতুন দু’মিনিট ৩৬.৪৩ সেকেন্ডে, যুবাদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে ঢাকা অ্যাকোয়াটিক্স ক্লাবের সামিউল ইসলাম দু’মিনিট ২৪.৫৪ সেকেন্ডে, যুবতীদের এই ইভেন্টে বিকেএসপির শ্রাবন্তী আক্তার দু’মিনিট ২৪.৫৪ সেকেন্ডে, ১৫-১৭ বছরের বালক বিভাগের ২০০ মিটার ফ্রিস্টাইলে পাবনার রবিউল হাসান দু’মিনিট ৭.২১ সেকেন্ডে, ১০ বছরের বালক বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির শুভ্র মিয়া ৩১.৩০ সেকেন্ডে, ১৮-২০ যুবতী বিভাগের ১০০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির ড থৈ প্রু মারমা এক মিনিট ৮.৫২ সেকেন্ডে, ১৫-১৭ বালিকা বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইলে বিকেএসপির ছুম্মা খাতুন ২৯.৯৩ সেকেন্ডে, ১৫-১৭ বছরের বালক বিভাগে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে পাবনার রবিউল আউয়াল ১৮ মিনিট ৪.১ সেকেন্ডে, ১০ বছরের বালকদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে বিকেএসপির শুভ্র মিয়া ৩২.৮৬ সেকেন্ডে এবং এই বালিকাদের এই ইভেন্টে বিকেএসপির অথৈ ৩৭.৫৩ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন। দ্বিতীয় দিন শেষে ৩৬টি স্বর্ণ, ৪৪টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ জিতে তালিকার শীর্ষেই ছিল বিকেএসপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন