শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তুরস্ককে হারিয়ে শুরু ক্রোয়েশিয়ার

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : লুকা মদ্রিচের দারুণ এক গোলে তুরস্ককে হারিয়ে ইউরো ২০১৬ শুরু করেছে ক্রোয়েশিয়া। প্যারিসে গতকাল সন্ধ্যায় ‘ডি’ গ্রæপের এই ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া আরও দাপটের সঙ্গে খেলে অসংখ্য সুযোগ তৈরি করলেও আর গোল পায়নি। ক্রোয়েশিয়ার দারিও সেরনার শট আর ইভান পেরিসিচের হেড পোস্টে লাগে। অনেকগুলো ভালো সেভ করে ক্রোয়েশিয়াকে আর গোল করতে দেননি তুরস্কের গোলরক্ষক ভলকান বাবাকান। তুরস্ক ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটা পেয়েছিল প্রথমার্ধের ২৯তম মিনিটে। ওজান তুফানের হেড দ্বিতীয় প্রচেষ্ঠায় সেভ করেন গোলরক্ষক। ম্যাচের শেষ দিকে তুরস্কের একটি গোলের প্রচেষ্টা ডিফেন্ডার ভেদ্রান করলুকা প্রতিহত করলে সমতায় আর ফিরতে পারেনি তুরস্ক।
এই জয়ে ২০০৮ সালে ইউরোর কোয়ার্টার-ফাইনালে তুরস্কের কাছে হেরে যাওয়ার প্রতিশোধও নেওয়া হয়ে গেল ক্রোয়েশিয়ার। অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও চেক রিপাবলিককে নিয়ে ‘গ্রæপ অব ডেথ’ হিসেবে বিবেচিত এই গ্রæপ থেকে পরের রাউন্ডে ওঠাটা ভীষণ কঠিন হয়ে গেল তুরস্কের জন্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন