শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মার্শ তোপে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 

 দুই বার জীবন পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারলেন না জো রুট। ওভালে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিন ইংল্যান্ডও নেই ভালো অবস্থানে। দুর্দান্ত বোলিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন অস্ট্রেলিয়ান পেসাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত টস হেরে ব্যাটে নামা ইংলিশদের সংগ্রহ ৬৯ ওভারে ৭ উইকেটে ২১৬। দিনের খেলা তখনও কমপক্ষে ২১ ওভার বাকি।

দলীয় ২১তম ওভারে প্যাট কামিন্সকে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন রুট। সহজ ক্যাচ হাতছাড়া করেন পিটার সিডল। রুটের রান তখন ২৬। কামিন্সের পরের ওভারে উইকেটে পিছন থেকে ক্যাচ ছাড়েন টিম পাইন। শেষ পর্যন্ত কামিন্স ইংলিশ দলপতিকে আউট করেন কোনো সতীর্থের সহায়তা ছাড়াই, দুর্দান্ত এক ডেভিলারিতে অফ স্টাম্প উপড়ে দিয়ে। ইংল্যান্ড তখন ৪ উইকেটে ১৭০। জো ডেনলিকে (১৪) দ্বিতীয় ¯িøপে ক্যাচ বানিয়ে শুরুটা করেন কামিন্স। দ্বিতীয় সেশনে ররি বার্নসকে (৪৭) ফেরান জস হ্যাজেলউড। বেন স্টোকস (২০) ফেরেন মিচেল মার্শকে পুল করতে গিয়ে নাথান লয়নকে ক্যাচ দিয়ে।

তৃতীয় সেশনের শুরুতেই রুট আউট হওয়ার পর জ্বলে ওঠেন মার্শ। টানা স্পেলে এই পেসার তুলে নেন জনি বেয়ারস্টো (২২) এবং দলে ফেরা স্যাম কারান (১৫) ও ক্রিস ওকসের (২) উইকেট। ২০৫ রানে ৭ উইকেট হারিয়ে ইংলিশরা তখন ধ্বংসস্তুপে। এরপর জোফরা আর্চারকে নিয়ে লড়ছিলেন জস বাটলার। ৩৩ রানে ৪ উইকেট নেন মার্শ, কামিন্স ৬১ রানে ২টি।
৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন