কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কালিয়াচাপড়া ইকোনমিক জোনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- হৃদয় (১৬) সদর উপজেলার চৌদ্দশত এলাকার আবু তাহেরের ছেলে ও একই এলাকার রুমন (১৬) চান্দু মিয়ার ছেলে। তারা চৌদ্দশত হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে স্কুলছাত্র দুই বন্ধু কিশোরগঞ্জ থেকে কটিয়াদী যাচ্ছিল। পথে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কালিয়াচাপড়া ইকোনমিক জোনের কাছে ঢাকাগামী অনন্যা সুপার সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, গুরুতর এক ছাত্রকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন