শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশ কাপেও রুমান সোনা জিতলেন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ৯:২৫ পিএম

স্বর্ণ জয়ের ধারা অব্যাহত রেখেছেন এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচ্যারিতে সোনাজয়ী তীরন্দাজ রুমান সানা। শুক্রবার টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শেষ হওয়া বাংলাদেশ কাপ আরচ্যারিতে রিকার্ভ এককে স্বর্ণপদক জেতেন তিনি। দু’দিন ব্যাপী টুর্নামেন্টে ঢাকা আর্মি আরচ্যারি ক্লাব চারটি স্বর্ণপদক জিতে তালিকার শীর্ষে। তিনটি স্বর্ণপদক জিতে দ্বিতীয় বাংলাদেশ আনসার এবং দু’টি সোনা জিতে তৃতীয়স্থান পায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এছাড়া তীরন্দাজ সংসদ একটি স্বর্ণপদক জিতেছে। প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ এককে আনসারের রুমান সানা ৬-২ সেটে তীরন্দাজ সংসদের সাকিব মোল্লাকে হারিয়ে স্বর্ণ জিতেন। এই ইভেন্টে নারী এককে ঢাকা আর্মি আরচারি ক্লাবের মেহনাজ আক্তার ৬-৪ সেটে তীরন্দাজ সংসদের ইতি খাতুনকে, কম্পাউন্ড পুরুষ এককে তীরন্দাজ সংষদের সিয়াম সিদ্দিকী ১৪৬-১৪২ স্কোরে আর্মি আরচারির জাবেদ আলমকে এবং এই ইভেন্টে নারী এককে আর্মি আরচারি ক্লাবের সুস্মিতা বণিক ১৪৩-১৪১ স্কোরে আনসারের বন্যা আক্তারকে হারিয়ে স্বর্ণপদক জেতেন। রিকার্ভ পুরুষ দলগতে বিকেএসপি ৫-৩ সেটে আনসারকে, নারীদের দলগতে বিকেএসপি ৫-১ সেটে আর্মি আরচারি ক্লাবকে এবং রিকার্ভ মিশ্র দলগতে আর্মি রাচারি ক্লাব ৫-১ সেটে বিকেএসপি হারিয়ে সোনা জেতে। কম্পাউন্ড পুরুষ দলগতে আনসার ২১৭-১৯৭ স্কোরে আর্মি আরচারি ক্লাবকে এবং নারী দলগতে আর্মি আরচারি ক্লাব ২২৮-২২৪ স্কোরে আনসারকে হারিয়ে স্বর্ণপদক জেতে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সফিউল আজম প্রধান। এ সময় মধুমতি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আহসান খলিল, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এসএম ইমরান আলম, আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.), সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল এবং প্রতিযোগিতা ও মাঠ ব্যবস্থাপনা কমিটির আহŸায়ক রশিদুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন