শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হুথিদের হামলা বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৩০ পিএম

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর সউদী আরবে হামলা বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি, দুই দেশের মধ্যে চলমান দ্বন্ধ নিরসনে রাজনৈতিক পন্থা খোঁজার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, সউদী ও মিত্র দেশগুলোর ওপর হুথির হামলা বন্ধের ঘোষণাকে যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে শক্তিশালী বার্তা বলে মনে করে জাতিসংঘ।
এর আগে, হুথি গোষ্ঠীর মুখ্য নেতা মাহদি আল মাশাত টেলিভিশনে এক ঘোষণায় জানান, সউদী আরব ও তার মিত্ররা ইয়েমেনে হামলা না চালালে তারাও আর পাল্টা হামলা করবেন না। এসময় ইয়েমেনের সব দলগুলোকে এক হয়ে জাতীয় ঐক্য গঠনেরও আহ্বান জানান তিনি।
গত শনিবার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, বিশেষ দূত এ সুযোগটির সদ্ব্যবহার করায় জোর দিয়েছেন ও সংঘর্ষ নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।
ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাব্বুহ মানসুর হাদিকে সমর্থন দেওয়া সউদী আরবের সঙ্গে হুথিদের দ্বন্ধ দীর্ঘদিনের। তবে, সেটি বৃদ্ধি পায় ২০১৫ সালের মাঝামাঝি। ওই বছরের মার্চে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ নেয় ও প্রেসিডেন্ট হাদিকে দেশ ছাড়তে বাধ্য করে। এর পরপরই সউদী ও তার মিত্ররা ইয়েমেনে বিমানহামলা চালায়।
জাতিসংঘের হিসাবমতে, সেই থেকে এ পর্যন্ত ইয়েমেনের অন্তত ৭ হাজার ২৯০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বর্তমানে দেশটির ৮০ ভাগ জনগণেরই নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রয়োজন। সেখানকার অন্তত এক কোটি মানুষ জীবনধারণের জন্য সম্পূর্ণভাবে খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন