সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কাউন্সিল ভবনে বুয়েটের সেন্টার ফর এনার্জি স্ট্যাডিজ ও বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্স কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘রিসার্স এন্ড ডেভেলপমেন্ট ইন এনার্জি এন্ড পাওয়ার ইন বাংলাদেশ প্রোসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ-বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইফুর রহমান, মূল বক্তা হিসেবে বক্তৃতা করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব বাংলাদেশ এনার্জি রিসার্স কাউন্সিলের চেয়ারম্যান ড. আহমেদ কায়কাউস। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বুয়েটের অধ্যাপক ড. ম. তামিম, অধ্যাপক ড. এজাজ হোসেন এবং স্বাগত ভাষণ দেন বুয়েটের সেন্টার ফর এনার্জি স্ট্যাডিজের পরিচালক অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন