শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অশোভন আচরণে তামীম অনুতপ্ত

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত ১২ জুন বিকেএসপিতে সাকলায়েন সজীবের বলে রকিবুলের বিপক্ষে স্ট্যাম্পিংয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় আম্পায়ার গাজী সোহেলের দিকে তেড়ে গিয়ে বাক-বিতÐায় লিপ্ত হওয়ায় ম্যাচটি যে শেষ পর্যন্ত পÐ হয়ে যাবে, তাতে অনুশোচনায় দগ্ধ আবাহনী অধিনায়ক তামীম। বিডি নিউজকে দেয়া সাক্ষাতকারে সেই অনুশোচনার কথাই প্রকাশ করেছেন তামীমÑ‘অবশ্যই এভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি। জাতীয় দলের একজন ক্রিকেটার হিসেবে, শিশু-কিশোর ও অনেক উঠতি ক্রিকেটারের আদর্শ হিসেবে এ রকম করা আমার উচিত হয়নি।’ এই অনাকাক্সিক্ষত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি ‘ব্যাটসম্যান ডাউন দ্য উইকেটে খেলেছেন, পরিষ্কার স্টাম্পড ছিলেন তিনি। আমাদের রান বেশি ছিল না, ১৯১। ওই আউটটা হলে ওদের ৩ উইকেট পড়ে যেত। তখন ম্যাচটা আমাদের হাতে চলে আসত। আমি হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছিলাম। পরিস্থিতি যাই হোক, ওভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি। সবার কাছেই আমি দুঃখ প্রকাশ করছি।’
ম্যাচ শেষ না করে ম্যাচ অফিসিয়ালা মাঠ ছেড়ে দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তামীমÑ‘আমি যা করেছি, আম্পায়াররা তা রিপোর্ট করতে পারতেন, ম্যাচ রেফারি খেলা শেষে ডেকে নিয়ে শাস্তি দিতে পারতেন। আমি মাথা পেতে নিতাম। এখনও নেব। কিন্তু আম্পায়াররা মাঠ ছেড়ে গেলেন! গন্ডগোল যতো হোক, ডাকওয়ার্থ-লুইসে যাওয়ার আগ পর্যন্ত দোলেশ্বরও খেলতে রাজি ছিল। আম্পায়াররা খেলা না চালালে আমরা কী করতে পারি?’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন