রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রাশিয়ার শাস্তি

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এবারের ইউরোয় কালিমা এঁকে দিয়েছে মার্সেইয়ে অনুষ্ঠিত ইংল্যান্ড-রাশিয়ার মধ্যকার ম্যাচটি। ম্যাচ চলাকালীন বোতল ছুড়াছুড়ি, ফ্লেয়ার জ্বালানো এমনকি ধস্তাধস্তি পর্যন্ত করতে দেখা যায় দু’দলের সমর্থকদের মধ্যে। ম্যাচ শেষে সংঘর্ষ রূপ নেয় আরো ভয়ঙ্কর আকারে। স্টেডিয়াম থেকে রাস্তার মোড়ে মোড়ে পুলিশের সাথে উভয় দলের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হয়। আহত হন অনেকেই। এর মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালেও আছেন কেউ কেউ। শনিবারের এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে রাশিয়াকে। এজন্য গতকাল রাশিয়াকে স্থগিত বহিষ্কারাদেশের শাস্তি দিয়েছে উয়েফা। এছাড়া তাদেরকে দেড় লাখ ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। একই সাথে রাশিয়াকে সতর্ক করে বলা হয়েছে Ñ ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোর কোনো ম্যাচে রুশ সমর্থকরা স্টেডিয়ামের ভেতর আর কোনো সহিংস ঘটনা ঘটালে তাদেরকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে।
গত শনিবার ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছিল ১-১ গোলে। রাশিয়ার বিরুদ্ধে স্টেডিয়ামে সমর্থকদের ঝামেলা সৃষ্টি, বর্ণবাদী আচরণ ও ফ্লেয়ার জ্বালানোর অভিযোগে এই শাস্তি দিয়েছে উয়েফা। তবে রাশিয়া চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন