সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

খাশোগি হত্যার দায় নিলাম : যুবরাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

 সউদী আরবের ভিন্ন মতাবলম্বী প্রখ্যাত সংবাদকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক জামাল খাশোগিকে গত বছর নির্মমভাবে হত্যা করা হয়েছে। বহু জল্পনা-কল্পনার পর অবশেষে সেই হত্যাকাÐের দায় স্বীকার করে নিলেন সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যেহেতু আমার নেতৃত্বের সময় ঘটনাটি ঘটেছে, সে কারণে এর সম্পূর্ণ দায় একমাত্র আমারই।’ সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, আগামী ১ অক্টোবর সাংবাদিক খাশোগি হত্যাকাÐের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। দিবসটি উপলক্ষে যুক্তরাষ্ট্রের ‘পিভিএস’ চ্যানেল একটি ডকুমেন্টারিতে সউদী যুবরাজের এই সাক্ষাৎকার ধারণ করে। যা সেদিনই বিশ্বব্যাপী প্রচারিত হতে পারে। বিশ্লেষকদের মতে, খাশোগি হত্যাকাÐ ইস্যুতে এবারই প্রথম মুখ খুললেন যুবরাজ বিন সালমান। চ্যানেলটির সাংবাদিক মার্টিন স্মিথকে দেওয়া সাক্ষাৎকারটির একটি প্রিভিউতে দেখা যায় যুবরাজ বলছেন, ‘এটা আমার দায়িত্বের অধীনে হয়েছিল। তাই এর সব দায়ভার আমার।’

সউদী যুবরাজসহ দেশটির রাজ পরিবারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক খাশোগি ছিলেন মার্কিন গণমাধ্যম ‘ওয়াশিংটন পোস্টে’র কলামিস্ট। নিজের বিয়ের কাগজপত্রের জন্য তুরস্কের ইস্তানবুলে অবস্থিত সউদী দূতাবাসে গেলে সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পরবর্তীতে তুরস্ক সরকারের তদন্তে ভয়াবহ সেই হত্যাকাÐের পরিকল্পনাকারী হিসেবে শুরুতেই সউদী যুবরাজকে জড়িত বলে দাবি করা হয়। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনেও উঠে আসে এই একই তথ্য। সংস্থাগুলোর দাবি, যুবরাজ সালমানের সরাসরি নির্দেশেই তার বিশ্বস্ত ১৫ সদস্যের একটি কিলিং স্কোয়াড দ্বারা খাশোগিকে হত্যা করা হয়। যদিও তখন থেকে নির্মম এই ঘটনাটির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেই জানিয়ে আসছিলেন সউদী যুবরাজ। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, সাংবাদিক খাশোগিকে হত্যার পর তার লাশ কেটে ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলা হয় ও পরবর্তীতে গোপন স্থানে লুকিয়ে ফেলা হয়। গালফ নিউজ, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Nurul Islam ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৩ এএম says : 0
ঈশ্বরের আদালতে "খুন, পাপের মাফ নাই। ভয়াবহ পরিনতির অপেক্ষায় থাকো।
Total Reply(0)
Rumi Chy ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৩ এএম says : 0
সৌদের আইন কার্যকর করা হোক, খুনের বদলে খুন,মানে মৃত্যু দন্ড।
Total Reply(0)
নীল প্রজাপতি ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৩ এএম says : 0
তাহলে তো তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিৎ । তার জন্য কি প্রস্তুত আছো?
Total Reply(0)
Salim Khan ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৩ এএম says : 0
তাকে বিচারের আওতায় আনা উচিত?
Total Reply(0)
Ahmed Nisho ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৪ এএম says : 0
একজন তোর কল্লা কাটা দরকার। কারন সৌদিতে কোরআনের আইন চলে। আর কোরআনের আইন হলো খুনে বদলা খুন।
Total Reply(0)
Md Mintu Mdmintu ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৪ এএম says : 0
মুসলিম জাহানের আর এক আজব দানোবের আবির্ভাব।
Total Reply(0)
JH Rana ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৪ এএম says : 0
দায় যখন নিছে তখন অপরাধ প্রমাণিত, সুতরাং এই সালমানকে ফাঁসিতে ঝুলানো হোক
Total Reply(0)
Mohd Mohi Uddin ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৬ এএম says : 0
তাহলে কোরআনের আইন অনুযায়ী তার শাস্তি হয়ে যাক হত্যার পরিবর্তে হত্যা।
Total Reply(0)
Md Momin ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
দ্বায় যদি স্বীকার করে তাহলে বিচার কি হওয়া দরকার? খুনের বদলা খুন নয় কি?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন