বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জিম্বাবুয়ের বদলে শ্রীলঙ্কাকে ডাকল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞা থাকায় আইসিসির ইভেন্টে খেলতে পারবে না জিম্বাবুয়ে। তবে এর বাইরে কোনো ধরনের ক্রিকেটে তাদের খেলতে বাধা নেই। বাংলাদেশে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলে গেছে আফ্রিকার দেশটি।

তবে বিসিবির পথে হাঁটছে না বিসিসিআই। আইসিসির নিষেধাজ্ঞায় থাকা জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে না ভারত। আগামী বছরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। এখন গোয়াহাটি, ইন্দোর ও পুনেতে হতে যাওয়া সিরিজে খেলবে শ্রীলঙ্কা। ম্যাচগুলো হবে ৫, ৭ ও ১০ জানুয়ারিতে।

আইসিসির ভবিষ্যত সফরসূচি পরিকল্পনা বা এফটিপি অনুযায়ী গত মার্চে ভারতে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সফর আয়োজনের কোনো ইচ্ছা ছিল না ভারতের। এর জায়গায় তারা জিম্বাবুয়েকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা বলে। এবার সেটাও খেলার সুযোগ হচ্ছে না ব্রেন্ডন টেইলর-শন উইলিয়ামসদের।
আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। সেই সিরিজের ভাগ্যও এখন অনিশ্চিত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন