বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

যুবলীগ নেতা খালেদ দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৩:০৫ পিএম | আপডেট : ৫:২১ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক (সদ্য বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়াকে দ্বিতীয় দফায় দশদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৩ সহকারী পুলিশ কমিশনার বেলায়েত হোসেন অস্ত্র ও মাদক মামলায় খালেদের দশ দিন করে বিশ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার অস্ত্র মামলায় তার বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে মাদক মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহেনুর ইসলাম। এর আগে রাত সাড়ে ৮টার দিকে তাকে আদালতে হাজির করে অস্ত্র ও মাদকের দুই মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পৃথক আদালত শুনানি শেষে দুই মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন রাজধানীতে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করার অভিযোগে গ্রেফতার এই যুবলীগ নেতার বিরুদ্ধে। গত ১৮ সেপ্টেম্বর খালেদকে গুলশানের বাসা থেকে অস্ত্র, টাকা ও মাদকসহ গ্রেফতার করে র‌্যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন