শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাবি ছাত্রদলের চার নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ২:৪৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ৪ নেতাকে তুলে নিয়ে গেছে পুলিশ এমন অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকা থেকে তাদেরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ রাহী।
অন্য তিনজন হলেন, শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, সদস্য তুষার ও বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিমেল রানা।
সুলতান আহমেদ রাহী জানান, আগামী ২৯ তারিখে রাজশাহীতে সমাবেশ এর প্রস্তুতি বিষয়ে শাখা ছাত্রদলের একটা সভাতে যাওয়ার কথা ছিলো। এজন্য কাজলা গেট এ সাধারণ সম্পাদকসহ ওই নেতারা অপেক্ষা করছিলেন। সেখানে উপস্থিত হয়ে শুনি ডিবি পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত তাদের মুক্তির দাবি করেছেন, শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ।
এ বিষয়ে নগরীর মতিহার থানায় যোগাযোগ করা হলে কোনো তথ্য জানেন না বলে জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন