সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুলের ইনার হাউস টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২২ পিএম

আজ রোববার শেষ হলো ধানন্ডির গ্রীন জেমস্ ইন্টারন্যাশনাল স্কুলের ইনার হাউস টুর্নামেন্ট। বাস্কেটবল, ভলিবল, কেরাম, টেবিল টেনিস, খো-খো এবং দড়িলাফে সর্বমোট ১২টি দল অংশগ্রহন করে।

প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কান্ট্রি ম্যানেজার শাহীন রেজা। এসময় তিনি বলেন, ‘ছাত্র-ছাত্রীদেরকে সবদিক থেকে পারদর্শী করে তোলার জন্য গ্রীন জেমস্ স্কুলের এই উদ্যোগে আমরা আনন্দিত। শিক্ষার পাশাপাশি খেলাধুলাই পারে পূর্ণ মানসিক বিকাশ ঘটাতে।’

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কলেজের প্রাক্তন অধ্যক্ষ তারেক ইকবাল খান মজলিশ। তিনি বলেন, ‘শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। সুস্থ থাকতে হলে অবশ্যই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তাহলেই জাতি সুস্থ ও জ্ঞানী মানুষ পাবে।’

স্কুলটি ১৯৯১ সাল থেকে সকল দিক থেকে পারদর্শী মানুষ গড়ে তোলার কাজে ব্যস্ত। বরাবরই এখানে অনেক ধরনের খেলাধুলার আয়োজন করা হয় যাতে করে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজের সুস্থ ও স্বাভাবিক মানসিকতা গড়ে তুলতে পারে উল্লেখ করে স্কুলের অধ্যক্ষ ডক্টর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বরাবরই প্রকৃত মানুষ গড়ে তোলায় বিশ্বাসী। প্রকৃত মানুষ গড়ে তোলার জন্য সর্বদাই চেষ্টা করে এসেছি এবং ভবিষ্যতেও করে যাবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন