শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছাগলনাইয়ায় দুর্ধর্ষ ডাকাতি, যুবক নিহত, মহিলাসহ আহত ৩

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ৭:২৯ পিএম

গত সোমবার দিবাগত রাত ২টার সময় ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের হানিফ মাস্টার বাড়ির প্রবাসী দেলু মেস্ত্রির নতুন বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের উপর্যপুরি গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক পুরুষ ও তিন নারীসহ মোট চার জন আহত হয়। আহতদের মধ্যে আবদুল্লাহ আল মামুন (৩০) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে স্থানীয় মেম্বার কামরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন। আহতরা হলেন দেলু মিস্ত্রির স্ত্রী আলেয়া বেগম (৫০), মেয়ে ফারজানা আক্তার (২৩) ও ছলেমা নজির উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী ফারহানা আক্তার কলি (১৪)। আহতদের ফেনী সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলেয়া বেগমের তল পেটে গুলিবিদ্ধ হওয়ায় তার অবস্থায়ও আশংকাজনক। ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার এএসআই ওমর ফারুক গতকাল রাত সোয়া ৭ টায় জানান, ডাকাতির ঘটনায় জড়িত থানা সন্দেয়জনক ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনা সম্পর্কে জানতে চাইলে আহত ফারজানা জানায়, ৮/৯ জন ডাকাত দলের সদস্য মুখ বাঁধা অবস্থায় সীঁধ কেটে ঘরে প্রবেশ করে। ঘরের সকল সদস্যের হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। মহিলাদের উপর অমানুষিক নির্যাতন শুরু করে। ঘরের অপর কক্ষে থাকা আবদুল্লাহ আল মামুন দরজা খুলে বের হয়ে ডাকাতদের প্রতিহত করতে চাইলে ডাকাত দলের সদস্যরা তাকে গুলি করে এবং মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ফারজানা আরো জানায়, তার ছোট বোন কলির পুরো শরীরে কিল, ঘুষি ও ধারালো অস্ত্র দিয়ে দুই উরুতে ও ঘাড়ে আঘাত করে। এসময় ডাকাত চক্র ৪টি মোবাইল ফোন, দুইটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুলসহ মোট ৫০ হাজার টাকার মালামাল লুটে নেয়। প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানায়, রাত দুইটার সময় নতুর বাড়ী থেকে ফোন পেয়ে ডাকাত দলের আগমনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে ডাকাত দল আমাকে গুলি করে যা আমার কানের পাশদিয়ে চলে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, ছাগলনাইয়া থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, ডিবি ইন্সপেক্টর মোঃ নুরের জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল। এবিষয়ে ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন, আমার ইউনিয়নে কোন চোর ডাকাতের স্থান নেই। আমরা অতি শীঘ্রই প্রকৃত দোষিদের আইনের আওতায় আনব। ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে ডাকাত দল দেলু মিস্ত্রীর ঘরে হানা দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন