রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেরিনারে মোহামেডানের হোঁচট

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যদাপূর্ণ আসর গ্রীণডল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার লিগে মেরিনার ইয়াংসে হোঁচট খেলো ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ৩-১ গোলে হারায় মোহামেডানকে। ঘরোয়া ক্রীড়া আসরে গেল দু’দিন খুব বাজে সময় কেটেছে মোহামেডানের। টিম বিজেএমসির কাছে হেরে মঙ্গলবার ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাদা-কালোরা। আর কাল প্রিমিয়ার ক্রিকেটে আবাহনী লিমিটেডের কাছে বড় হারের দিন প্রিমিয়ার হকি লিগে হেরেছে মেরিনারের বিপক্ষে। হকি লিগে এটি মোহামেডানের প্রথম হার। এই হারে শিরোপা লড়াই থেকে কিছুটা পিছিয়ে পড়লো তারা। ১০ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট পেয়ে তালিকার চতুর্থস্থানে নেমে আসলো মোহামেডান। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে মেরিনারের অবস্থান তৃতীয়। অন্যদিকে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিযে শীর্ষে রয়েছে ঊষা ক্রীড়া চক্র এবং ২৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে আছে ঢাকা আবাহনী লিমিটেড।
কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলো মেরিনার। ২ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করে তারা। প্রথম পেনাল্টি কর্নার (পিসি)  থেকে রাব্বির পুশ, তৌফিকের পুশের পর গড়ানো পুশ করেছিলেন সবুজ। কিন্তু বল সাইডবারে লেগে ফেরত আসে। তবে ম্যাচের ধারার বিপরীতে ৮ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। নিজেদের প্রথম পিসি থেকেই গোল পায় তারা। পিসিতে ওমর ভুট্টোর পুশ, ইমরান হাসান পিন্টুর স্টপের পর বল পান ইমরান। বল হিট না করে তিনি ব্যাক পাস করেন। তাসওয়ার আব্বাস তৈরি ছিলেন। ড্র্যাগ করে তিনি বল জড়িয়ে দেন  মেরিনারের জালে (১-০)। ১২ মিনিটে আবারো সুযোগ হাতছাড়া করে আরামবাগের দলটি। এসময় মামুনুর রহমান চয়নের ড্র্যাগ আঘাত হানে ক্রসবারের কোনায়। গোলবঞ্চিত হয় মেরিনার। তবে দুই মিনিট পরই তাদের হতাশা কটে যায়। ১৫ মিনিটে পাকিস্তানি ফরোয়ার্ড ওয়াকাস শরিফ ২৫ গজের লাইন থেকে জোরের ওপর হিট নিয়েছিলেন। বক্সের মাঝে দাঁড়ানো ওয়াকাস কব্জীর মোচড়ে যে ফ্লিকটি বরেন তা বিদ্যুৎ গতিতে আঘাত হানে গোলবারের বোর্ডে। ওমানের আম্পয়ার প্রথমে গোল ঘোষণা না দিলেও ভিডিও রেফরালের পর গোল পায় মেরিনার (১-১)। প্রথমার্ধের শেষ দিকে মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হলে তাকে সবুজ কার্ড দেখান আম্পয়ার। জিমি এর প্রতিবাদ করলে ১২ মিনিট খেলা বন্ধ থাকে। দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও মোহামেডান কোন গোল পায় না। উল্টো মেরিনার আরো দু’গোল আদায় করে নেয়। ৪৯ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় আরামবাগের দলটি। এসময় কৌশিকের পাস থেকে ওয়াকাস শরিফ গোল করে দলকে এগিয়ে নেন (২-১)। ম্যাচে সমতা আনতে মরিয়া হয়ে আক্রমণ চালায় মোহামেডান। খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে রানার পাসে সালমান হোসেন ও ওমর ভুট্টো দু’জনেই বল মারেন বাইরে। তবে এসময় মোহমেডানের খেলোয়াড়রা মাথা গরম করে খেলে নিজেদের বিপর্যয় ডেকে আনেন। ৫৯ মিনিটে আরশাদ হোসেন মেরিনারের পক্ষে তৃতীয় গোল করলে হাতাশায় ভেঙ্গে পড়ে মোহামেডান শিবির (৩-১)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন