রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হোয়াইট ওয়াশ জিম্বাবুয়ে

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ‘সব পাওয়ার’ মত একটা সিরিজ পার করল ভারত। সফরের শেষ ম্যাচে ১০ উইকেটের জয় দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করেছে ধোনির দল। এই ম্যাচে অন্যান্য এক অজনের অধিকারী হয়েছেন ভারত অধিনায়ক। রিকি পন্টিংয়ের পর অ্যালেন বোর্ডারের সমান ১০৭টি জয়ে দলকে নেতৃত্ব দেয়া।
হারারে স্পোর্টিং ক্লাবে গতকালের জিম্বাবুয়ে ছিল আরো বেশি নাজুক। মুটামুটিভাবে শুরু করার পরও ১০৪ রানে দাঁড়িয়েই চারটি উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত অল-আউট হয় ১২৩ রানে। সর্বোচ্চ ৩৮ রান করেন আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার ভুসি সিবান্দা। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পর পর দুই ম্যাচে চারটি করে ইউকেট নেন জাসপ্রিত বুমরাহ। ধোনির দল ম্যাচ জেতে কোন উইকেট বিসর্জন না দিয়েই।  ৬১ বলে অপরাজিত ৫৫ রান করে অভিষেকটা রাঙিয়ে রেখেছেন নাগপুরের এই বাঁ-হাতি ব্যাটসম্যান। রাহুল অপরাজিত থাকেন ৬৩ রানে। ম্যাচ ও সিরিজ সেরা হন রাহুল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন