অর্থনৈতিক রিপোর্টার : যে সমস্ত প্রান্তিক কৃষকরা দুগ্ধ উৎপাদন করেন, তাদের জন্য সহজ ঋণ সুবিধার ব্যবস্থা করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং স্কিম বা পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ব্র্যাক ব্যাংক থেকে এধরনের প্রান্তিক চাষীরা শতকরা মাত্র ৫ ভাগ সুদে ঋণ নিতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট অডিটরিয়ামে ‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজননের জন্য পুনঃঅর্থায়ন প্রকল্প’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ব্র্যাক ব্যাংকের এই প্রকল্পের আওতায় ঋণগ্রহণকারী পাবনা জেলার ভাংগুরা গ্রামের মো. আলতাফ হোসেনের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমান এসময় উপস্থিত ছিলেন।
মৎস্য ও গবাদিপশু মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন প্রকল্প চালু করে। অংশগ্রহণকারী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের সমুদয় অর্থ দুগ্ধ উৎপাদন ও গবাদিপশুর কৃত্রিম প্রজননে যুক্ত চাষীদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করাই প্রকল্পের লক্ষ্য আর এর মধ্যদিয়ে দেশ দুগ্ধ উৎপাদনে আত্মনির্ভরশীল হয়ে উঠবে।
পুনঃঅর্থায়ন প্রকল্পে অংশগ্রহণের উদ্দেশ্যে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক চুক্তি স্ব^াক্ষর করে ব্র্যাক ব্যাংক। পাবনা জেলার ভাংগুরা ও ফরিদপুর ইউনিয়নের ৪০ জন খামারিকে ইতোমধ্যে ব্র্যাক ব্যাংক ৬৬ লাখ ৫০ হাজার টাকা অর্থায়ন করেছে। ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান ইশতিয়াক মহিউদ্দীন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন