স্পোর্টস রিপোর্টার : কলাবাগান ক্রীড়া চক্র আয়োজিত ইফতেখার উদ্দিন আহমেদ অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্টে জিতেছে বর্ণক ক্রিকেট একাডেমী। শনিবার কলাবাগান মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ২৬ রানে হারায় মোহামেডান ক্রিকেট একাডেমিকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৭ রান করে বর্ণক একাডেমি। দলের হয়ে নাইমুর রহমান সর্বোচ্চ ৩৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারালেও ১২১ রানে থাকে মোহামেডান। কালাম সিদ্দিকির ৫৭ বলের ৪২ রানও জয় এনে দিতে পারেনি মোহামেডান একাডেমিকে। এর আগে কলাবাগান ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা মরহুম ইফতেখার উদ্দিন আহমেদের স্ত্রী ফাহমিদা পারভিন আহমেদ। ক্লাবের প্রধান উপদেষ্টা মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ স্মরণে ঢাকা শহরের ২০টি ক্রিকেট একাডেমী নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করছে কলাবাগান ক্রীড়া চক্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন