স্পোর্টস ডেস্ক : খেলোয়াড় দলবদলের ক্ষেত্রে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর করা নিষেধাজ্ঞা আপাতত স্থগিত করেছে ফিফা। কম বয়সি খেলোয়াড় দলে নেয়ার দরুন চলতি মাসেই এই দুই ক্লাবকে নিষেধাজ্ঞার এই সাজা দেয়া হয়েছিল। এই নিষেধাজ্ঞা আগামী ২০১৭ সালের জুলাই পর্যন্ত কার্যকর থাকার কথা। একই সাথে রিয়ালকে ২ লাখ ৪৬ হাজার ৭শ’ ডলার ও অ্যাটলেটিকোকে ৮ লাখ ১৬ হাজার ৮শ’ ডলার জরিমানা করা ’হয়। কিন্তু এই রায়ের বিপরিতে আপিল করে দু’দলই। এরপর এই স্থগিতাদেশ দিল ফিফা। আসছে জুলাইয়ের আগে এই স্থগিতাদেশ বাতিল হলে তারা নতুন কোন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না। তবে খেলোয়াড়দের চুক্তির আওতায় আনতে পারবে। আর্দা তুরান ও অ্যালেক্স ভিদালের ক্ষেত্রে যেমনটি করেছিল বার্সেলোনা। ২০১৪ সালের এপ্রিলে একই সাজা দেয়া হয়েছিল বার্সেলোনকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন