স্পোর্টস রিপোর্টার : আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সবার আগে পা রাখে ইংল্যান্ড। গতকাল একই পর্বে তাদের সঙ্গী হল পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও নেপালের যুুবারা। তবে দুই ম্যাচই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে নিউজিল্যান্ডকে। একই পথ ধরেছে আফগানিস্তান, কানাডা, ফিজি ও আয়ারল্যান্ডের যুবারাও। শেষ আটে পা রাখতে না পারা দলগুলোকে আগামী আসরে অংশ নিতে হবে প্লেটপর্ব পেরিয়ে।
গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে কানাডাকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নামে কানাডা অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানি বোলারদের তোপের মুখে ৪৮.৩ ওভারে ১৭৮ রানেই থেমে যায় তাদের ইনিংস। দলের তিনজন ব্যাটসম্যান আউট হন রান আউটের কাটা পড়ে। সর্বোচ্চ ৫১ রান করেন ভাভিন্ধুু আধিহেতি। এছাড়া ৪৪ রান করেন আবরাশ খান। পাকদের হয়ে ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন হাসান খান। জবাবে ব্যাট করতে নেমে ৪০.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান জুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রানে অপরাজিত থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান জিসান মালিক। অসাধারণ এই ইনিংসের সুবাদে ম্যাচ সেরাও হন তিনি।
দিনের আরেক ম্যাচে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১২০ রানে হারায় ভারত। টস জিতে কিউইরা ব্যাটিংয়ে আমন্ত্রণ যানায় ভারতকে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন সরফরাজ খান। এছাড়া রিশাব প্যান্ট ৫৭, আমরান জাফর ৪৬ ও মহিপাল লমরোর করেন ৪৫ রান। কিউইদের হয়ে গিবসন নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে নিউজিল্যান্ড। ৩১.৩ ওভারে ১৩৮ রানে থেমে যায় তাদের ইনিংস। সর্বোচ্চ ৪০ রান করেন ক্রিশ্চিয়ান লোপার্ড। ৩২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ভারতের পেস বোলার আভেশ খান।
ওদিকে সিলেট জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট বেছে নিয়ে ৪৮.১ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। সর্বোচ্চ ৭১ রান আসে অধিনায়ক চ্যারিথ আশালঙ্কার ব্যাট থেকে। আফগানদের হয়ে শামছুর রহমান ১৯ রানের খরচায় নেন ৩ উইকেট। তবে এমন সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় আফগান জুবারা। ৪৪.৫ ওভারে ১৫১ রানেই থেমে যায় তাদের ইনিংস। লঙ্কান কোন বোলারকেই এদিন উইকেটহীন থাকতে হয়নি। সর্বোচ্চ ৩ উইকেট নেন কামিন্দু মেন্ডিস। ম্যাচসেরা হন চ্যারিথ আশালঙ্কা।
দিনের বাকি ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আসরের চমক জাগানিয়া দল নেপাল। টস জিতে ব্যাট করতে নেমে সন্দিপ লামিচানের বোলিং তোপে পড়ে আয়ারল্যান্ডের জুবারা। ৫০ ওভার ব্যাট করেও তাদের সংগ্রহ দাঁড়ায় শেষ পর্যন্ত ১৩১ রান। ২৭ রানে ৫ উইকেট নেন সন্দিপ। জবাবে ২৫.৩ ওভার শেষে ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নেপাল। সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন যোগেন্দ্র সিং কার্কি। নেপালের সন্দিপ লামিচানে হন ম্যাচ সেরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন