স্পোর্টস রিপোর্টার : দেরীতে হলেও অবশেষে সংবর্ধনা পেলো বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মারিয়া, তহুরা ও মার্জিয়ারা। তাদের সেই সাফল্যের স্বীকৃতি গতকাল দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এদিন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জাতীয় অনূর্ধ্ব-১৪ মহিলা দলকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি এবং প্রত্যেক খেলোয়াড়কে বেøজার উপহার দেন। এ সময় সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সদস্য হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রূপু, ইলিয়াস হোসেন, ইকবাল হোসেন, বিজন বড়–য়া, ফজলুর রহমান বাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন