রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ পেছালো

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কিছুতেই নিজেদের কথা ঠিক রাখতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্বাধীনতা কাপ দিয়ে তারা নতুন ফুটবল মৌসুম শুরু করলেও দু’দফা পিছিয়ে আয়োজন করেছে ফেডারেশন কাপ। যা শেষ হবে ২৬ জুন। এর ১৮ দিন পর ১৫ জুলাই মাঠে গড়ানোর কথা ছিলো ঘরোয়া ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কিন্তু তা আর হচ্ছে না! এই দিনক্ষণ ঠিক রাখতে পারছে না বাফুফের পেশাদার লিগ কমিটি। পুর্ব ঘোষিত তারিখের চেয়ে নয় দিন পিছিয়ে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। নতুন দিনক্ষণ অনুযায়ী আগামী ২৪ জুলাই শুরু হবে এই লিগ। গতকাল লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এবারের লিগে ১২টি দল দেশের ৬টি ভেন্যুতে খেলবে। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নয়, প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলা হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে প্রত্যেকদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, বরিশালের আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম এবং ময়মনসিংহ কিংবা গোপালগঞ্জের ভেন্যুতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এর ফলে লিগের ২৪টি ম্যাচ ঢাকায় এবং ১০৮টি ম্যাচ রাজধানীর বাইরে অনুষ্ঠিত হবে। এবারের সহ আগামী পাঁচবছর লিগের যাবতীয় প্রচার-প্রচারনা, ব্র্যান্ডিং, টিভি রাইটস, রেডিও, মার্কেটিং ও মিডিয়াসহ সকল দায়িত্ব পালন করবে সাইফ গেøাবাল পাওয়ারটেক লিমিটেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন