চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরাকালে ১০ জেলে, ৩টি নৌকা ও প্রায় ৬০ হাজার মিটার জাল আটক করা হয়েছে। শুক্রবার বিকাল থেকে ৮ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা টাস্কপোর্স এ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন । সারা রাত অভিযান পরিচালিত হবে নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান।
আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ উপজেলার কালিরচর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোঃ শাকিল (২২),আবুল হোসেন বেপারীর ছেলে শিপন(১৯), আলী হোসেনের ছেলে আঃ রহিম(৪০), আলমগীর বেপারীর ছেলে সাগর হোসেন(৪০) সহ ১০ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন মা ইলিশ রক্ষায় সরকারের সকল প্রকার নিষেধ ও কার্যক্রম জেলেদের মানতে হবে। দেশের ইলিশ সম্পদ রক্ষায় সকলকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। সরকারের নিষেধ অমান্য করে কেউ নদীতে নামলে তাদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি এ সময়ে নদীতে মাছ ধরতে গিয়ে ধরা পড়ে সে সরকারের কোন সুযোগ সুবিধা পাবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন