বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

প্রথম নারী যুব টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:২০ এএম

২০২১ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের আয়োজক বাংলাদেশ। গতপরশু দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি মেয়েদের ক্রিকেটে প্রাইজমানিও অনেক বাড়িয়েছে আইসিসি। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বৃদ্ধি পাবে ৩২০ শতাংশ!
আয়োজনের সুযোগ পেয়ে আনন্দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস বলেছেন, ‘এটা আমাদের জন্য দারুণ সুযোগ। এমন সুযোগ দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ। মেয়েদের ক্রিকেটের উন্নয়নে আইসিসি চমৎকার উদ্যোগ নিয়েছে। আমরা সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবো। আশা করি, এই টুর্নামেন্টকে সামনে রেখে মেয়েরা ক্রিকেটের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।’
বাংলাদেশের অবশ্য মেয়েদের কোনও বয়সভিত্তিক দল নেই। তবে মাস তিনেক আগেই অনূর্ধ্ব-১৯ দল গঠনের উদ্যোগ নিয়েছে বিসিবি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন