মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুতিনের দাওয়াতে যাবেন এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে ফোন দিয়ে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এ সময় তারা সিরিয়া সংঘাত নিয়েও আলোচনা করেন। মঙ্গলবার পুতিনের কার্যালয়ের এক বিবৃতিতের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব এরদোগানকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। জবাবে এরদোগান সেই আমন্ত্রণ গ্রহণ করেন। বিবৃতিতে বলা হয়েছে, তুর্কি বাহিনী ও সিরীয় সশস্ত্র বাহিনীর মধ্যে মুখোমুখি সংঘাত যাতে না হয়, দুই নেতার আলোচনায় সেই ইস্যুটিই বেশি গুরুত্ব পেয়েছে। তুরস্কই এই ফোন দিয়েছিল বলে ক্রেমলিন জানিয়েছে। সন্ত্রাসীরা কারাগার থেকে বেরিয়ে প্রতিবেশী দেশে ঢুকে পড়তে পারে বলে উদ্বেগের কথা জানিয়েছেন পুতিন। এদিকে মঙ্গলবার সিরিয়ার মানবিজে এক হামলায় তুরস্কের এক সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন এরদোগান। সিরীয় সরকারি বাহিনীর হামলায় এছাড়াও আটজন আহত হয়েছেন। এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন