বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

লক্ষ্যে অবিচল ‘সতর্ক’ আর্জেন্টিনা

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসর শুরু করা আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে পানামাকে উড়িয়ে দেয় ৫-০ গোলে। আর বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রæপ সেরা হয়ে সেরা আটে ওঠে মেসির দল। ফক্সবরোতে আগামীকাল ভোর পাঁচটায় তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ছয় ম্যাচের পাঁচটিতে হারা ভেনেজুয়েলার দায়িত্ব রাফায়েল দুদামেল নেন গত এপ্রিলে। কোচ দুদামেলের হাত ধরে অল্প ক’মাসে অনেকটা বদলে গেছে ভেনেজুয়েলা। ৪৩ বছর বয়সী এই কোচের অধীনে খেলা ছয় ম্যাচে একমাত্র কোস্টা রিকার কাছে প্রীতি ম্যাচে হারে তারা। দুদামেলের অধীনে ভেনেজুয়েলার উন্নতিটাও চোখে পড়ার মতো। বিশ্বকাপ বাছাইয়ে খুঁড়িয়ে চলা দলটি কোপা আমেরিকার শতবর্ষী আসরের কোয়ার্টার-ফাইনালে উঠেছে দাপটের সঙ্গে। আসরে সেরা আট নিশ্চিত করার পথে প্রতিযোগিতার ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং জ্যামাইকাকে হারায় দলটি। শক্তিশালী মেক্সিকোর সঙ্গে ১-১ ড্র করে তারা।
এ ম্যাচ সামনে রেখে দুদামেলের অধীনে প্রতিপক্ষ দলের উন্নতি নিয়ে কথা বলেন মাসচেরানো, ‘কেবল ফুটবলীয় চেতনায় নয়, দলটির ভেতরের পরিবেশেও আমরা অনেক পরিবর্তন দেখেছি। দুদামেল খেলোয়াড়দেরকে আত্মবিশ্বাস দিয়েছেন এবং তাদের ফলে সেটা প্রতিফলিত হচ্ছে। যে কোনো দল, যাদের এরকম ইতিবাচক গতিশীলতা আছে, তারা সমস্যা তৈরি করতে পারে।’
সেরা চারে ওঠার প্রতিপক্ষ ভেনেজুয়েলাকে নিয়ে তাই সতর্ক আর্জেন্টিনার ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো। সতর্ক থাকলেও লক্ষ্যে অবিচল আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার। ২৩ বছর ধরে চলা সাফল্য খরা কাটাতে প্রত্যয়ী বার্সেলোনার এই ডিফেন্ডার জানালেন, বাড়তি চাপ নিতে চান না তারা, ‘খরা কাটানোর ভাবনাটা আমাদের আছে এবং আমরা এটা অর্জন করতে চাই; কিন্তু এ জন্য আমরা কোনো বাড়তি চাপ নিচ্ছি না। যদি আপনি বাড়তি চিন্তায় আবিষ্ট হয়ে যান, তাহলে অবশ্যই তা বাজে দিকে যেতে থাকবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন