শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটূক্তি ও মুসুল্লিদের হত্যা করায় টাঙ্গাইল জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:০৫ পিএম

ভোলার বোরহান উদ্দীনে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটূক্তি ও মুসুল্লিদের হত্যা করায় টাঙ্গাইল জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার সকালে শহরের নিরালা মোর শহীদ মিনার থেকে জেলা বিএনপি’র উদ্যোগে একটি বি’ক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে বিএনপি

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্মসম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, আশরাফ পাহেলী, প্রচার সম্পাদক একেএম মনিরুল প্রমূখ।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপিসাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে যে না’স্তিক কটূক্তি করেছে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md. Yeakub Ali ২৩ অক্টোবর, ২০১৯, ১২:৩৯ পিএম says : 0
Thank You Public.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন