কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : ডাচ বাংলা ব্যাংক এজেন্ট কাপ্তাই নতুন বাজার ই-যোগাযোগ শাখার উদ্বোধন গতকাল (শনিবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম ডাচ বাংলা ব্যাংক শাখার রিজিওনাল ম্যানেজার এভিপি সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন, কাপ্তাই নতুনবাজার বণিক সমিতির সহ-সভাপতি জয়নাল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান সজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমির ধর, কাপ্তাই ডাচ বাংলা ব্যাংক শাখার পরিচালক গাজী আব্দুল কাদের, সাংবাদিক কবির হোসেন, ডাচ বাংলা ব্যাংক শাখার অফিসার জামাল উদ্দিন তালুকদার, আলী আহসান রাসেল, ব্যবসায়ী প্রদীপ ধর, রিদয়ান টিপুসহ বিভিন্ন স্থরের ব্যবসায়ী নেতৃবৃন্দ। ডিভিএল কর্মকর্তা বলেন, এ শাখা হতে গ্রাহক সেভিংস, ডিপিএস, এফডিআরসহ সবধরনের সুযোগ-সুবিধা অনলাইনের মাধ্যমে বিনা খরচে সেবা নেয়া যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন